বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের বিদ্যালয় পরিদর্শন।













১০/১০/২০১৭ ইং মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জনাব, যতীন্দ্র মোহন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার, লামা। এ সময় তিনি জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের চলমান মডেল টেস্ট ও অন্যান্য শ্রেনীর পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শন বইতে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন এবং নিয়মিত স্টাফ মিটিং ও পাক্ষিক সভা অনুষ্টিত হয় জেনে সন্তোষ প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

গণকর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ ১৯৮২

#গণকর্মচারী_শৃঙ্খলা_নিয়মিত_উপস্থিতি_অধ্যাদেশ_১৯৮২ (নির্বাহী আদেশ নং এসইডি/পিএস/৮২-১০৩ তারিখঃ ১৪/৯/৮২) ----------------------------------...