বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

UNO স্যারের বিদ্যালয় পরিদর্শন

গত ০৮ আগষ্ট ২০১৭ ইং মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব, খিন ওয়ান নু মহোদয়।
এ সময় তাঁর সাথে ছিলেন জনাব, থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান মহোদয়, লামা উপজেলা পরিষদ, সহকারি কমিশনার(ভূমি), উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিদ্যলয়ের শ্রেনি কার্যক্রম পর্যবেক্ষন করে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন।










২টি মন্তব্য:

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

গণকর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ ১৯৮২

#গণকর্মচারী_শৃঙ্খলা_নিয়মিত_উপস্থিতি_অধ্যাদেশ_১৯৮২ (নির্বাহী আদেশ নং এসইডি/পিএস/৮২-১০৩ তারিখঃ ১৪/৯/৮২) ----------------------------------...